পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা:
পরিত্যক্ত সম্পত্তির নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্দেশ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য ৩/১/১৯৭২ তারিখে অস্থায়ী রাষ্ট্রপতির ১৯৭২ সালে ১ নং আদেশ জারি করা হয়। উক্ত আদেশে শুধুমাত্র পরিত্যক্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা গ্রহণের বিধান করা হয়।
পরবর্তীতে ২৫ ধারার ক্ষমতা বলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ১৯৭২ সনের ১০ মার্চ তারিখ জারিকৃত বিশেষ গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক পরিত্যক্ত সম্পত্তিকে ১০টি ভাগে বিভক্ত করা হয়েছে। এ আইন অনুযায়ী পরিত্যক্ত সম্পত্তির মালিকানা যেহেতু সরকারের উপর ন্যস্ত হয়েছে। সেহেতু এর শ্রেণীবিভাগ অনুযায়ী রেকর্ড সরকারের অনুকূলে প্রণয়ন হবে। যেমন বাড়িঘর পূর্ত মন্ত্রণালয়ের নামে, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়, দোকানপাট, বাণিজ্য মন্ত্রণালয়, সিনেমা হল, তথ্য মন্ত্রণালয় এবং পৌরসভা বহিভূত কৃষি জমির ব্যবস্থাপনা ও অন্যান্য সম্পত্তি যা শ্রেণী বিন্যাস করা হয়নি তা ভূমি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ভূমি মন্ত্রণালয়ের নামে রেকর্ড হবে। ভূমি মন্ত্রণালয়ের সম্পত্তি কালেক্টরের ১/১ নং খতিয়ানে রেকর্ড হবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সম্পত্তি উক্ত মন্ত্রণালয়ের খতিয়ানেই রেকর্ড হবে। তবে দাগের পার্শ্বে ৯ নং কলামে পরিত্যক্ত সম্পত্তির তালিকাভূক্ত শব্দগুলি লিখতে হবে।

 

নোটিশ বোর্ড






    google+     skype    rss