অর্পিত সম্পত্তি

০৬/০৯/৬৯ তারিখ হইতে ১৬/০২/৬৫ তারিখ পর্যন্ত পাকিস্তান থেকে ভারতে গমনকারীদের ত্যক্ত সম্পত্তি শত্রুর সম্পত্তি হিসাবে ঘোষনা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার শত্রুর সম্পত্তি জরুরী অবস্থা বহাল (সংশোধনী) ১৯৭৪ জারী পূর্বক উক্ত আইনের ৩ ধারায় শত্রুর সম্পত্তিকে অর্পিত সম্পত্তি হিসাবে গণ্য করেন।

অর্পিত সম্পত্তি ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। জেলা প্রশাসকের সার্বিক নিয়ন্ত্রনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী অফিসার তাহার নিজস্ব এলাকায় অর্পিত সম্পত্তি ইজারা বা ভাড়া দিতে পারেন এবং উক্ত সম্পত্তি সঠিক ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ গ্রহণ করেন।

নোটিশ বোর্ড






    google+     skype    rss